এবারে ঘোষণা দিয়েই ব্যবসায় নামছেন জনপ্রিয় মডেল নায়লা নাঈম। আর ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন কাপড়। তবে এখনই চূড়ান্ত নয় সব। আর এ ব্যবসায় আসার পেছনে নাকি রয়েছে জ্যোতিষীর বিশেষ ভূমিকা!
নায়লা বলেন, ”কয়েকজন জ্যোতিষী আমাকে বলেছিলেন, আমি যদি কাপড় ব্যবসায় আসি, তাহলে দেশের সেরা ১০ জন নারী ব্যবসায়ীদের মধ্যে একজন হব। যদিও আমি জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করি না। কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? দেশের ১০ সেরা ব্যবসায়ীর একজন হওয়ার ইচ্ছে নেই। তবে সফল হলেই হবে। তাই বলতে চাই, শিগগিরই সবাই আমাকে কাপড় ব্যবসায়ী হিসেবে দেখবেন।”
নিজেরে ফেসবুক স্ট্যাটসে এমনটাই জানালেন নায়লা নাঈম।
নাইলা নাইমের শুরুটা স্থিরচিত্রের মডেলিং দিয়ে হলেও প্রীতম আহমেদের ‘ভোট ফর ঠোঁট’ গানের মাধ্যমে মিডিয়ায় বেশ পরিচিতি লাভ করেন তিনি। এরপর অবশ্য বেশ ক’টি চলচ্চিত্রের আইটেম গানেও পাওয়া যায় তাকে। সম্প্রতি ক্রিকেটার সাব্বিরের সঙ্গে একটি পানীয়র বিজ্ঞাপনের মডেলও হন তিনি।
বরাবরই তিনি সমালোচিত এবং জনপ্রিয় হয়ে আসছেন তার অঙ্গসজ্জায় সাহসী উপস্থাপনার জন্য।