অবশেষে প্রায় সাড়ে তিন বছর পর পুনের কারামুক্তি পেয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। ভালো ব্যবহারের কারণে মেয়াদ শেষ হওয়ার ১৪৪ দিন আগেই মুক্তি পেলেন তিনি। ২১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় মহারাষ্ট্রের ইয়েরওয়াড়া কারাগার থেকে ৪২ মাস কারাভোগের পর জেলখানার দিকে ফিরে স্যালুট করেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী মান্যতা দত্ত এবং পরিবারের সদস্যরা। কারা অভিজ্ঞতা থেকে তিনি সাংবাদিকদের বলেন, মুক্তির কোনো সহজ পথ নেই।
১৯৯৩ সালের ১৯ এপ্রিল এই বলিউড তারকার কাছ থেকে একটি ‘একে-৫৬’ রাইফেল পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। একই সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ চালানোর জন্য যে অস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হয় সঞ্জয়ের কাছে পাওয়া একে-৫৬ রাইফেলটি এর একটি অংশ। এই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।
জেলে থাকা অবস্থায় ‘পিকে’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছবির পরিচালক রাজকুমার হিরানি জানিয়েছিলেন, সঞ্জয় যখন জেল থেকে পুরোপুরি ছাড়া পেয়ে বেরিয়ে আসবে তখন ‘মুন্নাভাই’ সিরিজের তৃতীয় সিনেমা তৈরির কাজ শুরু করা হবে।