কেলভিন আর সুইফটের নতুন বন্ধুত্ব

Swift & Calvin are again friends

সাবেক প্রেমিক কেলভিন হ্যারিসকে ভুলে কয়েকমাস আগে নতুন প্রেমে মজেছিলেন পপ গায়িকা টেইলর সুইফট। তবে তা টিকলো না বেশিদিন। আর তাই এবার পুরনো প্রেমিকের কাছে ফিরলেন মার্কিন এই পপ তারকা।

কেলভিন হ্যারিসের সঙ্গে সম্পর্ক ভাঙার কয়েক দিন পরেই অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন সুইফট। কিন্তু কয়েক মাস না যেতেই ভেঙে গেছে সুইফটের সেই সম্পর্কটিও।

আর তাই আবার কেলভিনের সঙ্গে ফের বন্ধুত্ব করতে চাইছেন ২৬ বছর বয়সী এই গায়িকা।

বিচ্ছেদের পর এততাড়াতাড়ি তারা আবার বন্ধুত্বে ফিরবেন এটা যেন কেউ ভাবতেই পারে নি। তবে অবশ্য টেইলর-হ্যারিসের মধ্যে বন্ধুত্বটি নাকি কেবলই পেশার খাতিরে। কোনো রকম প্রেম ভালোবাসার আবেগ জড়িত নেই তাদের এই নতুন সম্পর্কে। এমনকি সামনাসামনি দেখাও করছেন না দুজনে।

আর দুজনেই যেহেতু গানের দুনিয়ার বাসিন্দা সেহেতু কাজের ক্ষেত্রে তাদের দেখা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এমন পরিস্থিতিতে যেন বিব্রত হতে না হয়, তাই সুইফটই নিজে থেকেই বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন কেলভিনকে।