ক্যাটের জীবনের উদ্দেশ্য

life purpose of Katrina

ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ জীবনটাকে ক্যারিয়ার বা অন্যকিছুর প্রভাবে নয়, চালনা করতে চান নিজের ইচ্ছামতো।তার মতে, ‘আমার এখানে অবস্থানটা এ রকম যে, এখানে নারী-পুরুষের লৈঙ্গিক পরিচয় নয় বরং একজন ব্যক্তির পরিচয়টা মুখ্য। আমি অনেক নারীকেই চিনি যারা থিতু হওয়ার বিষয়ে বা বিয়ে করার বিষয়ে মোটেই আগ্রহী নন।’

অভিনয় করবেন কি করবেন না, কারো জন্য ক্যারিয়ার ছাড়বেন কি না— সব কিছুই একান্ত নিজের ইচ্ছাকে অনুসরণ করে সিদ্ধান্ত নেবেন, এমনটাই ইচ্ছা ক্যাটরিনা কাইফের। ফিল্মফেয়ারের খবরে জানা গেল, স্বাধীন চরিত্রে অভিনয়ের পাশাপাশি নিজের জীবন নিজের মতো করে কাটানোই ক্যাটরিনার উদ্দেশ্য।

এই যুগে নারী-পুরুষের সম্পর্ক এবং প্রতিশ্রুতির ক্ষেত্রে পার্থক্যের বিষয়ে ক্যাটরিনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,প্রতিশ্রুতির বিষয় নিয়ে ক্যাটরিনা ততটা মাথা ঘামান না, যখন কিনা এটা জীবন সংশ্লিষ্ট হয়। পেশাদার ক্ষেত্রে প্রতিশ্রুতির গুরুত্ব সর্বোচ্চ দিলেও ব্যক্তিজীবনে প্রতিশ্রুতির ফেরে আটকে থাকাকে সমর্থন করেন না তিনি।

আর সবশেষে, নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে এক ‘গুরুত্বপূর্ণ’ প্রশ্নে চমকে দেওয়ার মতো জবাবই দিয়েছেন ক্যাটরিনা। পছন্দের মানুষটির জন্য ক্যারিয়ার ছেড়ে দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন — ‘হ্যাঁ, তেমনটা ঘটতেই পারে, শুধু যদি আমি নিজে চাই, তখন। কারো চাপে পড়ে এমন কাজ আমি করব না কখনোই। তবে যদি মনে হয় যে এমন একটা সিদ্ধান্ত আমি নিতে চাই, তাহলে নির্দ্বিধায় নেব। আর আমি মনে করি প্রতিটি নারীরই তাঁর নিজের প্রবৃত্তিকে অনুসরণ করা উচিত।’