ক্ষমা চাইলেন বলিউড কিং

Bollywood King apologizes

অন্যায় করলে মোটেই তাঁকে মনে করিয়ে দিতে হয় না তাড়াতাড়ি নিজের ভুলটাও স্বীকার করে নিতে। এবারও তাই সেরকম এক ঘটনায় নিজের ভুল বুঝতে পেরে তত্‌ক্ষণাত্‌ ই তা স্বীকার করে নিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

জনপ্রিয় ছবি ‘দিল সে’-র ১৮ বছর পূর্তি উপলক্ষে সেলিব্রেশনের দিন ঘটে এই ঘটনাটি। রবিবার বলিউড বাদশা ‘দিল সে’ ১৮ বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি ‘দিল সে’-র প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে ভিডিওতে তিনি বেমালুম ভুলে যান বলিউড ডিভা প্রীতি জিন্তার কথা।

তবে যেই তিনি নিজের ভুল বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে প্রীতি জিন্তার কাছে ক্ষমা চেয়ে নেন এই ভুলের জন্য। এবং নতুন করে প্রকাশ করেন আরেকটি ভিডিও।