‘ক্ষুদে গানরাজ-১৬’র অডিশন

audition of khude-gaanraj

জনপ্রিয় টি ভি চ্যানেল চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ-১৬’র ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অডিশন শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) চ্যানেল আই প্রাঙ্গণে।  

উক্ত বিভাগ দুটি থেকে রেজিস্ট্রেশনকৃতদেরকে অডিশনের জন্য সকাল ৮টায়  উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া এতোমধ্যে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তারা অডিশনের দিন রেজিস্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবে। তবে প্রতিযোগীদের বয়সসীমা অবশ্যই ১২ বছর এর মধ্যে হতে হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে। তবে অডিশন সম্পন্ন হওয়া বিভাগগুলো থেকে যারা অংশ নিতে পারেনি তারাও ২৩ ডিসেম্বর প্রাথমিক অডিশনে অংশ নিতে পারবে।

এবারের অনুষ্ঠানে নামকরণ করা হয়েছে ‘ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬, পাওয়ার্ড বাই শরিফ কিচেন স্টার’। অনুষ্ঠানটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টায় চ্যানেল আইতে প্রচার করা হচ্ছে। এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৭৯৮ ৭৭৪৪০০।