খুব সহজেই তরুণ থাকার উপায়

keeping younger for more period

আগেকার দিনে ৭০ বছর বয়সেও খুব একটা পাকত না চুল। আর চোখের দৃষ্টি থাকত একেবারে ঠিকঠাক।কোনো প্রয়োজন ছিল না চশমার । আর এখন ৪ বছরের শিশুর চোখেও শোভা পায় চশমা। বর্তমানে ঘরে ঘরে দেখা যায় একই চিত্র। সত্যি কথা বলতে ক্রমাগত ভেজালের বিষ এবং পরিবেশ দূষণের কুফল বয়ে বেড়াচ্ছে আমাদের শরীর।

তবে এ থেকে মুক্তি দিতে পারে এমন একটি ম্যাজিক মিশ্রণ যা এই সকল সমস্যা থেকে আপনাকে দিতে পারে সমাধান। এমনকী পাকা চুলও কালো করে দেবে নিয়মিত ব্যবহারে। এছাড়াও এ মিশ্রণের রয়েছে আরও নানা গুণাগুণ।এটি  আপনার দৃষ্টিশক্তিকে করবে প্রখর। চুল পড়ার সমস্যা তো দূর করবেই এবং তার সঙ্গে নতুন চুল গজাতেও  সাহায্য করবে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে এবং কোঁচকানো চামড়া করবে টানটান।

উপকরণ:

  • ৫০০ গ্রাম মধু
  • ২ কোয়া ছোট রসুন
  • ১০০ গ্রাম তিসির তেল
  • ২টি মাঝারি মাপের পাতিলেবু

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটি পাতিলেবুর খোসা ছাড়িয়ে নিন।আর অন্যটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার রসুন এবং পাতিলেবু মিক্সি মেশিনে দিয়ে করে নিন পেস্ট। তবে মনে রাখবেন, এতে কোনোভাবেই পানি দেয়া যাবে না। ভালো মতো পেস্ট হয়ে গেলে এতে তিসির তেল এবং মধু দিয়ে আরো একবার ভালো করে মিক্স করুন। এবার মিশ্রণটি একটি পরিষ্কার এয়ার টাইট কাঁচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। একদিন পরে বার করে ব্যবহার করুন।

ব্যবহারবিধি :

বাজারে কাঠের তৈরি চামচ কিনতে পাওয়া যায়।সেটি দিয়েই তুলতে হবে মিশ্রণটি। খাওয়ার আধ ঘণ্টা আগে দিনে তিন বার এক চামচ করে খান। ২ সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন তফাত।