গিনেস বুকে নাম উঠল সোনাক্ষী সিনার


বিশ্বরেকর্ড!!! কে না চাইবেন গিনেস বুকে নাম উঠাতে। বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয় মুম্বইয়ে। সেখানে প্রায় কয়েক হাজার মহিলা একসঙ্গে বসে নেলপলিশ করেন।এই প্রতিযোগিতায় অংশ নিয়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা অন্যদের পিছনে ফেলে রেকর্ড গড়েন।

‘মোস্ট পিপল পেন্টিং দেয়ার ফিংগারনেলস্ সাইমলটেনিয়াসলি’ শীর্ষক ওই ইভেন্টে অংশ নেন সোনাক্ষী। প্রতিযোগিতায় অন্যদের পিছনে ফেলে এই রেকর্ড গড়েন তিনি।

এই সম্মাননা পেয়ে সোনাক্ষী বলেন, ‘ছোটোবেলায় আমি অপেক্ষায় থাকতাম গিনেস বুকে কার নাম উঠছে তা জানার জন্য। ভাবতাম যদি আমার নামও উঠতো তাতে। কিন্তু আমি কখনও ভাবিনি যে, একদিন এমন একটি রেকর্ডের অংশ হব আমি’। বিশ্ব নারী দিবসের মতো বিশেষ দিনে আমার সেই ইচ্ছে পূরণ হলো।’