খুব শিগ্রই গুগল তার নিজস্ব ব্র্যান্ডের অধীনে স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। আগামী মাসের শুরুতে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির নিজস্ব ব্র্যান্ডের নামে ওই স্মার্টফোন উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্যাজেট ৩৬০ তার এক খবরে প্রকাশ করে, সেপ্টেম্বরের শেষ দিকে বাজারে পাওয়া যাবে গুগলের স্মার্টফোন। এদের তথ্য মতে, ২টা স্মার্টফোন উন্মোচন করতে পারে গুগল। এর মধ্যে একটি হবে ৫ ইঞ্চি ডিসপ্লের এবং অপরটি হবে ৫.৫ ইঞ্চি ডিসপ্লের। স্মার্টফোন ২টির অপারেটিং সিস্টেমে হবে অ্যান্ড্রয়েড নাগোট।
এর আগে স্যামসাং, এলজি ও হুয়াওয়ের সঙ্গে যৌথভাবে ‘নেক্সাস’ ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে এনেছে গুগল। এবারই প্রথম এককভাবে নিজস্ব ব্র্যান্ডের অধীনে তৈরি স্মার্টফোন নিয়ে যুদ্ধে নামছে মার্কিন প্রতিষ্ঠানটি।