গুগল ক্রোম হবে আরও দ্রুতগতির

Google Chrome will be more faster

বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় ব্রাউজার হচ্ছে গুগলের ক্রোম। গুগল ক্রোম তাদের এক ব্লগপোস্টে জানিয়েছে, অ্যাডোবি ফ্ল্যাশকে তারা পুরোপুরিভাবে বিদায় জানাতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এই তথ্য।

ব্লগপোস্টে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে ক্রোম ব্রাউজারে ফ্ল্যাশের ব্যবহার কমিয়ে দেওয়া হবে এবং ধীরে ধীরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ক্রোমের পরবর্তী সংস্করণ ক্রোম ৫৩-এ ফ্ল্যাশকে ব্লক করা হবে। ফলে আরও দ্রুতগতিতে ব্রাউজারটি দিয়ে কাজ করা সম্ভব হবে। আগামী ডিসেম্বরে আসতে যাওয়া ক্রোম ৫৫-তে ডিফল্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হিসেবে এইচটিএমএল-৫ ব্যবহার করা হবে। এইচটিএমএল-৫ ব্যবহারের ফলে ওয়েবসাইটে থাকা ছবি এবং ভিডিও লোড হবে অনেক বেশি দ্রুত। তবে যেসব ওয়েবসাইট ফ্ল্যাশ ছাড়াই দেখা যাবে, সেখানে ব্যবহারকারীদের আলাদা করে ফ্ল্যাশ ডাউনলোড করে নিতে হবে।

ফ্ল্যাশের কিছু নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা উইন্ডোজচালিত কম্পিউটারে র‍্যানসামওয়্যার প্রবেশ করানোর ক্ষমতা রাখে। যদিও পরবর্তী আপডেটে অ্যাডোবি ফ্ল্যাশে এসব ত্রুটি দূর করার জন্য কিছু পরিবর্তন নিয়ে এসেছে। তবুও বিশ্লেষকদের মতে, নিরাপত্তার বিচারে ফ্ল্যাশ এখনো বেশ ঝুঁকিপূর্ণ। গুগলের পাশাপাশি অ্যাপলও তাদের সাফারি থেকে সরিয়ে নিচ্ছে অ্যাডোবি ফ্ল্যাশ, যার ফলে শেষ হয়ে যাচ্ছে ফ্ল্যাশের যুগ।

বর্তমানে ব্রাউজার বাজারের ৪০ শতাংশ ক্রোমের দখলে।