সাইফ আলি খান এবং কারিনা কাপূর দম্পতির নাকি ছেলে হয়েছে ! এমন গুজবই এখন ঘুরছে বি-টাউনে। তবে এবার এই গুজব নিয়ে মুখ খুললেন স্বয়ং সাইফ আলী খান।
সাইফ বলেন, ‘‘একে একে সব গুজবের উত্তর দিচ্ছি। আমি সকলকে জানাতে চাই আমাদের এখনও সন্তান হয়নি। এমনকী সে ছেলে না মেয়ে তাও আমরা জানি না। কোনও ভাবেই লন্ডনে আমাদের সন্তান হবে না। আর হ্যাঁ, ছেলে বা মেয়ে যাই হোক আমরা তাকে ‘সইফিনা’ বলে ডাকব না।’’
সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে করিনা জন্ম দেবেন তাঁদের প্রথম সন্তানের । তবে গত ৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় সাইফ-কারিনার একটি ছবি দিয়ে বলা হয় তাঁদের পুত্র সন্তান হয়েছে। আর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সে খবর।
এর আগে অবশ্য শোনা গিয়েছিল, গর্ভস্থ ভ্রুণের নাকি সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন তাঁরা। এমনকী সাইফ-কারিনাকে একসঙ্গে ইন্ডাস্ট্রিতে‘সাইফিনা’ বলে ডাকেন অনেকেই।এমনকি শোনা গিয়েছিল, সন্তানের নামও নাকি ‘সাইফিনা’ রাখবেন তারা ।আর তাই সেই সব জল্পনার অবসান ঘটাতে আজ মাঠে নামলেন স্বয়ং ছোটে নবাব।