বিশ্বের ৬০টি দেশের চার শতাধিক প্রতিযোগীকে হারিয়ে ‘গ্লোবাল ভিডিও অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত, কানাডীয় কিশোরী তানজিনা নওশিন (১৯)
বাংলাদেশী বংশোদ্ভূত মেয়ে তানজিনা নওশিনের সঙ্গে যৌথভাবে ‘এডুকেশন ইয়ুথ ভিডিও চ্যালেঞ্জ’ পুরষ্কার বিজয়ী হয়েছে কানাডিয়ান মেয়ে রুথ অরুনাচলম। এতে নওশিনের সঙ্গে গ্র্যান্ড প্রাইজে ভূষিত হয়েছেন কানাডার রুথ অরুণাচালাম।
তানজিনা ও রুথের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭১তম সেশনের কোনো এক পর্যায়ে। এতে উপস্থিত থাকবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ছাড়াও বিশ্ব নেতারা।
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভাগ সিলেট থেকে কানাডায় অভিবাসী হয়েছিল নওশিনের পরিবার। কানাডায় ইঞ্জিনিয়ারিংয়ের শিার্থী নওশিনের জন্ম সেখানেই। তার বাবা নুরুল মোস্তফা রায়হান বলেন, আমার মেয়ের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও সে বাংলাদেশের সংস্কৃতি-ঐতিহ্য ধারণ করে।