সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। অনেকদিন ধরেই বলিউডে পা রাখবেন খবরে থাকলেও এবার হৃতিক রোশানের বিপরীতে বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা।
হৃতিককে নিয়ে ‘অগ্নিপথ’ সিনেমায় কাজ করেছেন করণ মালহোত্রা। এ অভিনেতার ‘যোধা আকবর’ সিনেমাতেও সহকারী পরিচালক ছিলেন তিনি। এবার তাকে নিয়েই তৈরি করবেন নতুন একটি কমেডি-ড্রামা। সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন ২৪ বছর বয়সি সারা।
তবে তার আগে টাইগার শ্রোফের সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখবেন সারা। এছাড়া শহিদ কাপুরের ভাই ইশান কাট্টারের সঙ্গে দ্য ফল্ট ইন আওয়ার স্টার সিনেমার রিমেকেও দেখা যাবে তাকে। আবারব জিনিয়াস শিরোনামের সিনেমাতেও দেখা যাবে সারাকে। কিন্তু সবই গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। সর্বশেষ জানা যায়, রণবীর সিংয়ের বিপরীতে গলি বয় শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এরও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি এখনো।
সারার অভিষেক প্রসঙ্গে আরো জানা যায়, ‘বড় ধরনের প্রজেক্টের মাধ্যমে বলিউডে পা রাখবেন তিনি। তার প্রথম সিনেমা হবে করণ মালহোত্রার একটি কমেডি সিনেমা।’
করণ মালহোত্রা পরিচালিত সর্বশেষ সিনেমা ছিল ব্রাদার্স। ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি শ্রফ, জ্যাকুলিন ফার্নান্দেজ প্রমুখ।