ঘরোয়া উপায়ে দূর করুন মুখের কালো দাগ

Domestic way to remove facial black spots

দামি মেকআপ বা ফেসিয়াল প্রোডাক্ট ব্যবহার করেও মুক্তি পাচ্ছেন না মুখের কালো দাগ থেকে, তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। আপনার জন্য আছে সহজ ঘরোয়া উপায়ে মুখের দাগদূর করার উপায়। চলুন দেখে নেওয়া যাক

প্রয়োজনীয় উপাদান

১। অর্ধেকটা আপেল

২। দেড় চা চামচ টক দই

৩। এক চা চামচ মধু

ব্যবহার পদ্ধতি

১. প্রথমেই আপেল খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। এরপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

২. দক দই ও মধু দিয়ে আবারো ভালো করে ব্লেন্ড করুন।

৩. পেস্টটি পুরো মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

৪. এবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নিয়মতি এই প্যাক ব্যবহারে আপনার ত্বকের দাগ দূর হয়ে উজ্জ্বল ও মসৃণ হয়ে উঠবে।