ঘর ভাঙ্গছে রজনীকন্যার

Rajinikanth daughter

এ বছরটি যেন তারকাদের ঘর ভাঙ্গার বছর। বলিউড থেকে টালিউড পর্যন্ত একের পর এক সম্পর্কে ভাঙ্গার খবর। কখনও হৃত্তিক রোশন তো কখনও কোয়েল মল্লিক! এবার আবার সেই তালিকায় নাম লেখালেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে সৌন্দর্য!

আজ থেকে ছয় বছর আগে ২০১০-এ চেন্নাইয়ের এক শিল্পপতি অশ্বিন কুমারের সঙ্গে ঘর বেধেছিলেন রজনীকন্যা সৌন্দর্য। তবে এখনও পর্যন্ত তাদের কোনো সন্তান নেই।

কেউ কখনো ভাবতেই পারেনি এই জুটির বিচ্ছেদ হতে পারে। তবে বিগত প্রায় চার বছর ধরেই সৌন্দর্য-অশ্বিনের দাম্পত্য সম্পর্ক একেবারেই ভাল যাচ্ছিল না।

রজনীকান্ত যদিও আপ্রান চেষ্ঠা চালিয়েছেন এই সম্পর্কটা বাঁচানোর। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তারা মিউচ্যুয়ালি ডিভোর্স-এর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

যদিও এমন সিদ্ধান্তের নেপথ্যে আসল কারনটা কি, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। আর এ বিষয়ে সোন্দর্য্য বা অশ্বিনি কেউ কোন মন্তব্য করেননি।