বেশ একটা বিরতির পর চিত্রনায়ক জায়েদ খানের নায়িকা হয়ে আবারো চলচ্চিত্রে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপি। এবার এই দুই তারকা জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন ‘রাজ পথে’ শিরোনামের একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ছবির শুটিং করবো। জায়েদ খান-পপি দু’জনকেই ছবিতে অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে।’
ছবিটি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘রাজ পথে’ ছবিটি নির্মিত হবে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এই ধরণের গল্প ও চরিত্রে প্রথমবার অভিনয় করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘পপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এর আগে জুটি বেঁধে অভিনয় করা হয়নি। এবার প্রথম আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি নতুন জুটিকে দর্শক সাদরে গ্রহণ করবেন।’
এই ছবি দিয়েই দীর্ঘদিন পর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পপি।
অনেকদিন যাবত নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ না হওয়ায় হতাশ ছিলেন পপির ভক্তরা। তবে সেই হতাশা কাটিয়ে জায়েদ খানের সঙ্গে দারুণ কিছু বয়ে আনবেন পপি- এমনটাই প্রত্যাশা সবার।
উল্লেখ্য, আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে পপির ‘সোনাবন্ধু’ ছবিটি। অন্যদিকে জায়েদ খান অভিনীত ‘অন্তর জ্বালা’ ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়া ‘মিশন সিক্স’, ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘তোমার প্রেমে পড়েছি’, ‘আগুনের চোখে প্রেম’ ইত্যাদি ছবিগুলো রয়েছে নির্মাণাধীন।