চলচ্চিত্রে ফিরছেন মাহী

Mahi is back

তিনি আর কখনও চলচ্চিত্রে ফিরবেন কিনা এমন সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে আবারও চলচ্চিত্রে  ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। আর এরই ধারাবাহিকতায় নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

শামীমুল ইসলাম শামীমের পরিচালনায়‘গোলাপতলীর কাজল’ছবিতে ইতিমধ্যে স্বাক্ষর করেছেন মাহী।

গ্রামীণ জীবনের পটভূমির ওপর নির্মিতব্য ছবিটির শুটিং হবে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বর্তমানে চলছে শুটিং শুরুর আগের কিছু অত্যাবশ্যকীয় কাজ। ছবিটিতে মাহির চরিত্রটির নাম ‘মায়া’। তবে এখনো জানা যায়নি কে অভিনয় করবেন তার বিপরীতে।

উল্লেখ্য, এর আগে পরিচালক শামীম নির্মাণ করেছেন আরজু এবং পরীমনিকে অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’। বরত্মানে চলছে ছবিটির ডাবিং-এডিটিং এর কাজ।