চা মেলার শেষদিনে আসছে “শিরোনামহীন”

Band-Sironamhin in tea fair

বাংলাদেশ চা বোর্ড চা শিল্পকে আরো প্রসারিত করতে প্রথমবারের মতো আয়োজন করেছে চা মেলার। আর সেখানে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ টি এক্সপো ২০১৭’ শীর্ষক প্রদর্শনীর।

এছাড়াও মেলায় আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা করা হয়েছে দেশবরেণ্য সব শিল্পী ও ব্যান্ডদলের গান। মেলার প্রথমদিন গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গান করেছেন দেশের অন্যতম তিন সংগীতশিল্পী ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। একসঙ্গে মঞ্চে উঠে তারা মাতিয়ে রাখেন শ্রোতাদের।

এরই ধারাবাহিকতায় মেলার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার গান পরিবেশনা করে দেশের অন্যতম মেটাল রক ব্যান্ড ওয়ারফেইজের পরিবেশনা। দলটি মঞ্চে আসে গতকাল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায়।

তিন দিনব্যাপী এই মেলার শেষদিন অর্থাৎ আজ শনিবার সংগীত সন্ধ্যায় থাকছে দেশের অন্যতম ব্যান্ডদল “শিরোনামহীন” এর পরিবেশনা। আজ দলটি গাইবে তাদের জনপ্রিয় সব গান। রাত সাড়ে ১০টায় শিরোনামহীনের গান দিয়ে শেষ হবে প্রথমবারের মতো আয়োজনা করা চা মেলার।