চিত্রনায়িকা চম্পার উৎসাহেই আজ নায়িকা হলেন পরী

Story of Porimoni

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত অভিনেত্রী পরীমনি। খুব অল্প সময়ে ক্যারিয়ারের বেশ ওপরে অবস্থান করছেন তিনি। অভিনয় দক্ষতা আর লুক তাঁকে বানিয়েছে ঢালিউডের অন্যতম অভিনেত্রী।বর্তমানে পরীমনি ঈদে মুক্তি পেতে যাওয়া ছবি রক্তের ডাবিং-এর জন্য কলকাতায় অবস্থান করছেন।

তবে পরীমনির নায়িকা হওয়ার নেপথ্যে রয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী চম্পা। এবার সে গল্পই শোনালেন পরীমনি।

২০১৩ সালের মাঝামাঝি সময়ের কথা। পরীমনির এক কাজিন ‘সজল’ একটা ধারাবাহিক প্রযোজনা করছিলেন। এশিয়ান টিভিতে প্রচারিত ‘সেকেন্ড ইনিংস’ ধারাবাহিক নাটকে অভিনয় করছিলেন চম্পাও। আর সেখানেই হুট করে এক উঠতি তরুণীর প্রয়োজন পড়ে। বলা যায় বেশ ভালো একটা ক্যারেক্টার রোল প্লে করতে হবে।

কাজিন সজল পরীমনিকে বললেন ‘তুমি দেখো তো এটায় অভিনয় করতে পারবে কি না!’ পরীমনি অবাক হয়ে বললেন ‘আমি অভিনয় করবো? কিভাবে?’ সাহস দিলেন কাজিন। পরীর ভাবিও বললেন তুমি পারবে। পরেরদিনই স্ক্রিনটেস্ট হলো এবং ওইদিনই ক্যামেরার সামনে দাঁড়ালেন পরী। আর যথারীতি সেকেন্ড ইনিংস ধারাবাহিকের মাধ্যমে শুরু হয়ে গেল পরীর প্রথম ইনিংস।

পরীমনি বলেন, সেকেন্ড ইনিংস ধারাবাহিকে অভিনয় করছিলেন চম্পা ম্যাডাম। তিনি একদিন আমাকে ডেকে বললেন- এই পরী তোকে নায়িকার মতো লাগে। তুই তো চলচ্চিত্রের নায়িকার চরিত্রে অভিনয় করতে পারবি। এরপর থেকে দেখি চম্পা ম্যাডাম বিভিন্ন জনকে বলতে লাগলেন এই মেয়েতো সিনেমার নায়িকার রোল করতে পারবে। এর লুক ভালো, বড় পর্দায় কাজ করতে পারবে। এভাবেই তিনি বিভিন্ন পরিচালককেও বললেন। ‘

পরবর্তীতে ডিরেক্টররাও খেয়াল করলেন পরীকে। আর চম্পা ম্যাডামের চাপাচাপিতে ঠিকই একজন ডিরেক্টর পরীকে নায়িকার চরিত্রে নিয়ে নিলেন। আর পরী সাইন করলেন বড় পর্দার প্রথম ছবি সীমাহীন ভালোবাসায়। পরী বলেন, ‘আসলে চম্পা ম্যাডামের উৎসাহের কারণেই তো আমি সিনেমার নায়িকা হয়ে গেলাম।’