‘চ্যানেল আই’ তে আসছে ‘আবার আসিবো ফিরে’

Sohel-Rana--Kobori in new drama serial

বাংলা চলচ্চিত্রে মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরীর রচনা ও পরিচালনায় প্রথমবারের মতো নির্মিত সিনেম্যাটিক সিরিজ ‘আবার আসিবো ফিরে’র প্রচার শুরু হচ্ছে জনপ্রিয় টি ভি চ্যানেল ‘চ্যানেল আই’ তে। ১৩ পর্বের  সিরিজটি চলচ্চিত্রের বড় পর্দার পর এবার এই প্রথম ছোটপর্দায়। আর যথারীতি এখানে জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা ও অভিনেত্রী কবরী।

‘ইমপ্রেস’ টেলিফিল্ম প্রযোজিত ধারাবাহিকটিতে অভিনয় করেছেন রিয়াজ ও অহনা। এর পাশাপাশি আরও অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাকসহ আরো অনেকে।

নাটকের গল্প সাজানো হয়েছে এভাবে, তৌফিক ও কামরান সাহেবের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এক সময় কামরান অর্থের লোভে খুন করে তৌফিককে। পরবর্তীতে স্বামীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে তৌফিকের স্ত্রী ও একমাত্র ছেলে।

এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আর এগিয়ে চলে গল্প। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আবার আসিব ফিরে’। নাটকটি ‘চ্যানেল আই’ তে প্রচারিত হবে প্রতি বুধবার রাত ৯:৩৫ মিনিটে ।