সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বাপ্পী এবং শুদ্ধতা অভিনীত ‘মিসড কল’ । ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি।১০ নভেম্বর বৃহস্পতিবার সেন্সর বোর্ড ছবিটিকে প্রদর্শনের জন্য অনুমতি দেয়।
বর্তমান সময়ের তরুণ-তরুণীদের জীবনাচরণ ও নানা ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবি ‘মিসড কল’।
গত একবছর আগে শুরু হয়েছিল ছবিটির শুটিং। ছবিটিতে নায়ক বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা শুদ্ধতা। এই প্রজন্মের দর্শকসহ সব শ্রেণীর দর্শকদের কাছে ভালো লাগবে বলে দাবী ছবির পরিচালক এবং অভিনয়শিল্পীদের।
ছবিটির মুক্তির বিষয়ে পরিচালক সাফি উদ্দিন সাফি জানান, খুব শিগগিরই ছবিটি মুক্তি দেওয়া হবে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বাপ্পারাজ, কাজী হায়াত, সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ।