পবিত্র ঈদ উল ফিতরে টিভি পর্দায় আসছে সৌরভের গল্প। বাংলা সাহিত্যের ছয় জন কীর্তিমান ব্যক্তিত্বের অনন্য ছয়টি গল্প অনুসরণে নির্মিত হয়েছে ছয় নাটক।
এগুলোর মধ্যে রয়েছে
- হুমায়ূন আহমেদের ‘এসো’
- আক্তারুজ্জামান ইলিয়াসের ‘প্রেমের গল্প’
- কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘মন তার শঙ্খিনী’
- আনিসুল হকের ‘বিকেল বেলার গল্প’
- ইমদাদুল হক মিলনের ‘ও রাঁধা ও কৃষ্ণ’ গল্প নিয়ে নাটক এবং
- মঈনুল আহসান সাবেরের ‘এই গল্পটা শেষ হয়ে গেল’
এখানে ক্লাইমেক্স হল ছয়টি নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ছয় জন লাক্স তারকা সূবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌ, মম, মেহজাবিন, টয়া এবং মুনমুন। আর নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, গোলাম সোহরাব দোদুল, বদরুল আনাম সৌদ, হিমেল আশরাফ, আশফাক নিপুণ ও ওয়াহিদ তারেক।
ঈদের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ “লাক্স সৌরভের গল্প” এর ৬ টি পর্বে প্রচার করা হবে নাটকগুলো। দর্শক দেখতে পাবেন ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ১০টা ৫ মিনিটে আরটিভির পর্দায়।