এ মাসেরই ২৭ তারিখ ৫১ বছরে পা দেবেন বলিউড ‘সুলতান’। আর এ বছর পানভেল তাঁর ফার্মহাউসেই নাকি অনুষ্ঠিত হবে বার্থডে ব্যাশ।
বেশ কিছুদিন ধরেই বলিউড জমে ছিল সালমান খান ও লুলিয়া ভন্তুরকে নিয়ে নানা মুখরোচক খবরে। কখনও খবর বেরিয়েছিল যে, তাঁদের বিয়ে হয়েই গেছে আবার কখনও বা খবর ছড়িয়েছে তাঁদের ব্রেকআপের। তবে বর্তমানে খানিক হলেও গসিপ-মুক্ত তাঁরা।
চলতি মাসের ২৭ তারিখ, বলিউড ‘সুলতান’ ৫১ বছরে পা দেবেন। আর এখন থেকেই শোনা যাচ্ছে, পানভেল তাঁর ফার্মহাউসে অনুষ্ঠিত হবে বার্থডে ব্যাশ।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বান্ধবী’ লুলিয়া ভন্তুরকে সালমানের জন্মদিন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে, ‘আমরা সকলে মিলেই হয়ত সালমানের জন্মদিন পালন করব’। সালমানকে উপহার কী দেবেন এমন প্রশ্নের জবাবে রাশিয়ান এই সুন্দরী সলজ্জ ভঙ্গিমায় জানান, ‘আমার সব শ্রদ্ধা ও অনেক ভালবাসা’।