জিৎ এবার ঢাকায়

জিৎ এবার ঢাকায়

গত মঙ্গলবার ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী। এবার আসছেন জিৎ। না, কোন শুট্যিং বা চুক্তি স্বাক্ষর নয় এমনকি কোন অনুষ্ঠানে যোগ দিতেও নয় জিৎ এবার ঢাকায় আসছেন তার নতুন ছবি “বাদশা” এর প্রচারণার কাজে। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের মধ্যে ঢাকা এসে পৌছবেন তিনি।

জিৎ এর নতুন ছবি “বাদশা”। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের বাবা যাদব। প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে। জিৎ এর সাথে ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। আরও অভিনয় করেছেন ফেরদৌস, সুষমা সরকার, শ্রদ্ধা দাস, রজতাভ দত্ত প্রমুখ।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নায়ক জিৎ অভিনীত ছবি ঢাকা এসে জিৎ তার সহশিল্পীদের সাথে ছবিটির নানা ধরনের প্রচারণার কাজে অংশ নিবেন। তারপর বিকালে ঢাকা ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিবেন এবং সন্ধ্যায় ইফতার পার্টিতেও যোগ দিবেন বলে জানা যায়। সব কাজ শেষ করে আগামীকাল কলকাতায় ফিরে যাবেন তিনি।