হলিউডের নন্দিত জুটি হলিউড তারকা ব্র্যাড পিট ও আঞ্জেলিনা জোলি। তবে ইতোমধ্যে বিচ্ছেদ ঘটেছে সে জুটির। আর এরই মধ্যে হলিউডের বাতাসে ভাসতে শুরু করেছে সুপার লেডি জোলির নতুন প্রেমের গুঞ্জন।
জোলির নতুন প্রেমিকের নাম হিসেবে শোনা যাচ্ছে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত তারকা জনি ডেপ।
পিটের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন নিঃসঙ্গ জীবন কাটিয়েছিলেন জোলি।
তবে সম্প্রতি জোলির বেশ ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে ডেপের সাথে। এছাড়াও জানা গেছে, এতোমধ্যে জোলির ছেলেমেয়েরাও নাকি জনি ডেপকে ডাকতে শুরু করেছে ‘জনি পাপা’ নামে ।
শুধু তাই নয় আজকাল নাকি লং ড্রাইভেও যাচ্ছেন তারা দুজনে। রেস্তোরাঁয় বসছেন। এমনকি রাত-বিরাত বাড়ি ফিরছেন একসঙ্গে।
বেশ কিছু ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন জনি ও জোলি। তার মধ্যে ‘দ্য টুরিস্ট’ ছবিটি হলিউডের ইতিহাসে এক দারুণ সংযোজন।
আশা করা যাচ্ছে, খুব শিগগিরই আবার নতুন ছবিতে দেখা যেতে যাবে এই জুটিকে। তবে বরাবরের মতো এমন খবরকে গুজব বলে এড়িয়ে গেছেন জনপ্রিয় এই দুই তারকা।