ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্র আর কোটি দর্শককে অভিনয় দিয়ে মুগ্ধ করে অকালে চলে যাওয়া নক্ষত্র তিনি। তবে মৃত্যুর ১৯ বছর পরও অম্লান তার জনপ্রিয়তা।
সেপ্টেম্বর মাসের ১৯ তারখ জন্মেছিলেন ইতিহাসে এই মহানায়ক তাই মাসটি সালমান শাহ ভক্তদের জন্য বিশেষ। আবার এ মাসেরই ৬ তারিখ ঘটেছিল তার রহস্যজনক মৃত্যু। তাই এই মাসের শুরুতেই আরটিভির জনপ্রিয় নিয়মিত লাইভ স্টডিও কনসার্ট ‘মিউজিক স্টেশন’- এ তাকে স্মরণ করা হবে গানে গানে। জনপ্রিয় এ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের গান গাইবেন শিল্পীরা। গান করবেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার, সাব্বির, রাজিব ও ঝিলিক।
এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন শিল্পীরা। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন সংগীতের নানা বিষয় নিয়ে।
শাহ আমীর খসরুর প্রযোজনায় আরটিভি মিউজিক স্টেশনের নতুন পর্বটি প্রচার হবে বৃহ্স্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে।