ওপার বাংলার অভিনয়শিল্পী তিথি বসু। ঝিলিক নামেই অধিক পরিচিত তিনি। জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল‘মা’র ঝিলিককে এবার দেখা যাবে ঢাকাই সিনেমায়।
ডায়েল রহমানের ‘হৈমন্তী’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন তিথি। ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমার শুটিং।
রাইসা প্রযোজিত সিনেমাটিতে তিথি বসুর সঙ্গে আরো অভিনয় করেছেন সকাল রাজ, কাজী উজ্জল, দীপক, আব্দুল রহমান কাদিরিসহ আরও অনেকে। আর ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক ডায়েল নিজেই।
সিনেমা প্রসঙ্গে পরিচালক ডায়েল রহমান বলেন, ‘রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে টেলিভিশনে প্রচারিত হবে সিনেমাটি।’
সিনেমার শুটিং শুরু হয় গত ১১ জুন। এরপর কালিয়াকৈর জমিদার বাড়িতে দৃশ্যায়নের কাজ হয় ছবিটির। ছবিটিতে মোট তিনটি গান রয়েছে বলে জানা গেছে।