টানা ছুটির পর অফিস

টানা ছুটির পর অফিস

টানা সপ্তাহ খানেক ছুটি কাটানোর পর অফিস। সে যে কি কষ্টকর  সেটা বলে বোঝানো যাবে না। শয়ে শয়ে ইমেইল, জমে থাকা কাজ, বাসা গোছানো, রান্না, বাচ্চাদের স্কুল, সব মিলিয়ে মনে হয় চাকরিই ছেড়ে দেই।ছুটি থেকে ফেরাটা এতোটাই  অসহনীয়। বেশ কিছু দিন যানজট, ধোয়া আর গোলযোগে পরিপূর্ণ এই শহরটা ছেড়ে কাটানার পর বেশিরভাগ মানুষেরই রোজ অফিসে যাওয়ার একঘেয়েমি মেনে নিতে খারাপ লাগে। আর তাদের জন্য রয়েছে কয়েকটি টিপস, যাতে করে ঈদের দীর্ঘ ছুটির পরে আবার অফিস শুরু করতে আপনার অসুবিধা না হয়।

ঘরে ফেরা

ছুটি শেষ হবার অন্তত দুদিন আগে বাড়ি ফিরুন। তাহলে আপনি আপনার ঘুমের রুটিন ঠিক করা, ঘরবাড়ি গুছিয়ে নেওয়া অথবা যদি অন্য কোনো কাজ থাকে তা গুছিয়ে নিতে পারবেন খুব সহজেই।

ভ্রমনের সময় প্লেনে, বাসে বা ট্রেনে বসে অফিসের কাজ করবেন না। এতে আপনি কাজে মনোযোগ দিতে  পারবেন না এবং ক্লান্ত হয়ে পড়বেন।

বাড়ি ফিরেই ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়া যাবে না। ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্না করার মতো ছোট ছোট কাজগুলো নিয়ে নিজেকে অযথা চাপ না দিয়ে পরের দিন কি কি করবেন সেটা গুছিয়ে রাখুন।

অফিস যাওয়া

-নির্ধারিত সময়ের আগে অফিসে যান। এতে আপনার ডেস্ক পরিষ্কারের সাথে সাথে সারাদিনে কি করবেন গুছিয়ে নেয়া সহজ হবে।

-অফিসে প্রথম দিন একটানা কাজ করতে অসুবিধা হলে মাঝে মাঝে কয়েক মিনিটের বিরতি নিন।

-গুরুত্ব অনুযায়ী  হাতের কাজগুলো তালিকা করে নিন। এতে আপনার কাজগুলো গুছিয়ে নেওয়া সহজ হবে এবং ভুল করে কিছু বাদ পড়ার সম্ভাবনা থাকবে না।

-অফিস শুরুর দিনেই বাইরে কোনো মিটিং রাখবেন না। কারণ আপনার অনুপস্থিতিতে জমে থাকা কাজ দেখা, নিজের টিমের সাথে মিটিং এসবেই আপনার অনেক সময় চলে যাবে।

-সন্ধ্যায় খুব বেশী দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরুন। নিজের পরিবারের সাথে সারাদিনের ক্লান্তি ভাগ করে নিন। একসাথে রাতের খাবার খেয়ে বিশ্রাম করুন। যাত্রার ক্লান্তি কাটতেও কিন্ত দুই-একদিন লেগে যায়।