আগামী ২০ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দীপিকা পাড়ুকোন অভিনীত প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’। ওই একই দিনে বাংলাদেশে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ছবিটি।
তবে এর পূর্বে আগামী ১৪ জানুয়ারি ভারতে মুক্তি দেওয়া হবে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’। কেননা আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসবে শাহরুখ খান অভিনীত ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’। তাই একটু আগেভাগেই মুক্তি দেওয়া হবে দীপিকা-ডিজেলের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’।
এদিকে ছবিটি নিয়ে চলচ্চিত্র জগতে অনেকদিন থেকেই উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। আর বাংলাদেশেও কমতি নেই দীপিকার ভক্তের। এছাড়া হলিউডের অ্যাকশন হিরো হিসেবে ভিন ডিজেলও এদেশের তরুণ সমাজের আইকন।
‘ট্রিপল এক্স’ সিরিজের তৃতীয় পর্বটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিন ডিজেল। এছাড়াও এতে রয়েছে দীপিকা-ডিজেল প্রেম রসায়নও। আর তাই ছবিটি কবে মুক্তি পাবে সেই প্রতীক্ষায় বর্তমানে ক্ষণ গুণছেন সিনেমাপ্রেমীরা।
ডি. জে. ক্যারাসোর পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন রুবি রোজ, ডনি ইয়েন, টনি জা, নিনা ডোবরেভ, স্যামুয়েল এল. জ্যাকসন, টনি কলেট।