ডট বাংলা ডোমেইন নিবন্ধন শুরু বিজয় দিবস থেকে

Register DOT bangla domain from 16 december

চলতি বছরের বিজয় দিবস (১৬ ডিসেম্বর) থেকে গ্রাহক পর্যায়ে ডট বাংলা ডোমেইনের নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘ডট বাংলা’ ডোমেইন নিবন্ধন শুরু প্রসঙ্গে তিনি এই তথ্য জানান।

তারানা হালিম বলেন, বাংলাভাষী মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি, কেননা আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রক্ত দিয়েছি। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের জন্য ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হল ডট বিডি (.bd), অন্যটি ডট বাংলা (.বাংলা)।

ডট বাংলা ডোমেইন চালুর ফলে এখন থেকে বাংলা ভাষায় ওয়েব ঠিকানা দেওয়া যাবে। এর জন্য সার্ভার তৈরি হচ্ছে, অটোমেশন চলছে। ডিসেম্বর মাসের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে।’ প্রস্তাবনা অনুযায়ী বছরে চার্জ হবে ৫০০ টাকা। ব্যক্তিগত সাইটের জন্য ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে দুই বছরের জন্য সাবস্ক্রাইব করতে হবে।