‘ডিয়ার জিন্দেগি’র প্রচারণায় সালমান

salman is in the promotion of 'Dear Zindagi'

ক’দিন আগেও একে অপরের সঙ্গে কথা বলা তো দূরে থাক, ছায়াও মাড়াতেন না। তবে ইদানিং সালমান খান ও শাহরুখ খানের বন্ধুত্ব চোখে পড়ার মতো। এখন তারা উঠে পড়ে লেগেছেন পরস্পরের প্রতি ভালবাসা প্রমাণ করতে।

আর এরই ধারাবাহিকতায় এবার শাহরুখের সিনেমার প্রচারণায় নামলেন সালমান। ভক্তদের তিনি অনুরোধ করেছেন, ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি দেখার জন্য।

‘বিশ্ব স্থূলতা বিরোধী দিবস’ উপলক্ষে টুইটারে নিজের একটি ছবি দিয়ে সালমান খান লিখেছেন, ‘আমি স্থূলতা বিরোধী অভিযান ও ডিয়ার জিন্দেগির সঙ্গে আছি। আপনি আছেন তো!’

উল্লেখ্য, ভারতের মাল্টিপ্লেক্সগুলিতে ভালোই ব্যবসা শুরু করেছে ছবিটি। শাহরুখ খান অভিনীত ও গৌরী শিন্ডে পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, কুনাল কাপুর, অঙ্গদ বেদি সহ অনেকে। গত ২৫ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি।