আবারো ঢাকায় আসছেন আতিফ আসলাম ও মোনালি ঠাকুর। তবে তারা আসছেন দুটি ভিন্ন ভিন্ন প্রোগ্রামে। এটা আতিফ এবং মোনালির বাংলাদেশে প্রথম ছফর নয় এর আগেও এরা বাংলার মাটিতে এসেছিল। আবার এরা আসছে দুটি ভিন্ন ভিন্ন কোম্পানির আয়োজনে।
মার্চ মাসের শেষ দিকে আসবেন মোনালি ঠাকুর এবং এপ্রিলে একটি কনসার্টে অংশ নিতে আসবেন আতিফ আসলাম। জানা যায় ‘এটিএন এন্টারটেইনমেন্ট’ নামক প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছেন আতিফ আসলামের কনসার্ট।