তাহসান ও কোনাল ভক্তদের জন্য রয়েছে সুখবর। জনপ্রিয় এই দুই শিল্পী এবার একসঙ্গে গান গাইলেন একটি চলচ্চিত্রে। আরটিভি প্রযোজিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘তুমি যে আমার’।
‘তুমিময়’ শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ মানজুর। গানটির সুর ও সংগীত এ রয়েছেন আমেরিকা প্রবাসী নাভেদ পারভেজ।
এ প্রসঙ্গে ছবিটির পরিচালক রাজ বলেন, “আমার চলচ্চিত্রগুলোতে গানের একটা প্রাধান্য থাকে। বিগত চলচ্চিত্রের গানগুলোও শ্রোতাদের কাছে দারুণ সমাদৃত হয়েছে। তাহসান ভাই অনেক সময় দিয়ে গানটি করেছেন। কোনালও গেয়েছেন দুর্দান্ত। গানটির ফাইনাল মিক্স হবে মুম্বাইয়ের বিখ্যাত তিতুমীর স্টুডিতে। এ গানটিতে আমেরিকার কিছু যন্ত্রশিল্পী বাজিয়েছেন। আশা করি ‘তুমি যে আমার’ চলচ্চিত্রের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।”
তিনি আরও জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে ছবির নায়ক-নায়িকার নাম ও শুটিংয়ের তারিখ ।