তৌসিফ-স্পর্শিয়ার মিউজিক্যাল ফিল্ম

tawsif-mahbub-sporshia- in a musical film

গত বছরের নানা মাত্রিক সফলতার রেশ ধরে রাখতে আবারো এক হলেন মডেল ও অভিনয় শিল্পী তৌসিফ-স্পর্শিয়া। গেল বছর জুড়ে তারা নানা চমক দিয়েছেন গান বাজারে, ইউটিউবে। নতুন বছরে এবার আবার জোট বাঁধলেন তারা। আর সেটি হল কণ্ঠশিল্পী নাহিদ মেহেদীর নতুন একটি গানকে ঘিরে। গানটির সংগীত পরিচালক অদিত, মডেল ও অভিনয় শিল্পী তৌসিফ-স্পর্শিয়া এবং নির্মাতা তানিম রহমান অংশু।

‘হারালো অজানায়’ শিরোনামের এই গানটি লিখেছেন সূচি আর সুর-সংগীতায়োজন করেছেন অদিত। কণ্ঠ দিয়েছেন নাহিদ মেহেদী। সম্প্রতি সিলেটের বিভিন্ন নৈসর্গিক লোকেশন ঘুরে গানটির দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। অদিতের সুরে যাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশাপূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীন চিলেকোঠায় থেকে যাবে।’

অন্যদিকে গানটির মডেল অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘গেল বছর আমি চারটা মিউজিক ভিডিও করেছি। নতুন বছরে এটা আমার প্রথম এবং অন্যতম কাজ বলা যায়। গানটি পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পেলাম তখন মনটাই ভালো হয়ে গেল। যদিও এই মিউজিক্যাল ফিল্মের গল্পটি মন খারাপের। আর আমার সঙ্গে বন্ধু তৌসিফ থাকা মানেই অন্যরকম রসায়ন। ফলে এ মিউজিক্যাল ফিল্মটি না দেখলে আগাম বোঝানো যাচ্ছে না।’

আর ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘চেষ্টা করেছি ভালো কিছু করার। চেষ্টা ছিল মিউজিক ভিডিও না বানিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরির। শুটিং শেষে সম্পাদনার টেবিলে বসে মনে হয়েছে- কাজটি মনের মতো করতে পেরেছি। যদি তাই হয়, তবে এটা হবে আমাদের সবার জন্য- নতুন বছরের সারপ্রাইজ গিফট।’

শিল্পী নাহিদ মেহেদী আরও জানান, সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও তার নিজস্ব ভ্যারিফায়েড ফেসবুক পেইজেও পাওয়া যাবে গানটির ভিডিও লিঙ্ক।