ত্বকের যত্নে গাজর

Carrot for skin care

গাজর একটি খুবই উপকারী সবজি। অনেকে আবার এটাকে ফল বলেও অভিহিত করে থাকেন। গাজরের উপকারিতা সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। ত্বকের পরিচর্যায়ও রয়েছে গাজরের ভূমিকা। গাজর আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। গাজরের ফেসমাস্ক ও ফেসপ্যাক ত্বকের জন্য খুবি কার্যকারী। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আই গাজরের নেই কোন জুড়ি।

গাজর, দারুচিনি ও মধু ফেসপ্যাক

  • ১ টেবিল চামচ গাজরের জুস,
  • ২ টেবিল চামচ মধু,
  • ২ চিমটি দারুচিনি পাউডার নিন

সব উপাদান ভালোভাবে মিক্স করে নিন। এবার আপনার পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাদের ত্বকে ব্রণ রয়েছে তাদের ত্বকের জন্য এটি আদর্শ, কারণ এই প্যাক ত্বকের গ্লো বাড়ানোর সাথে সাথে কমাবে ব্রণও।

গাজর, লেবু, মধু ও অলিভ অয়েল ফেসমাস্ক

২টি ভালোভাবে ছিলে সিদ্ধ করে চটকানো গাজর, ১ চা চামচ ফ্রেস লেবুর জুস, ২ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল নিন।

সব উপাদানগুলো একসাথে মিশিয়ে সুন্দর মসৃণ পেস্ট বানিয়ে নিন। এরপর আপনার পরিষ্কার করে ধোয়া মুখের ত্বকে অ্যাপ্লাই করুন। ৩০ মিনিট এভাবে রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ২ বার এই ফেসমাস্ক ইউজ করেই দেখুন আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে।