‘দাবাং থ্রি’ প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী

sonakhi in dabang movie

বহুল আলোচিত ছবি ‘দাবাং থ্রি’তে সোনাক্ষী সিনহা আছেন, নাকি নেই? এমন গুঞ্জনে মুখর ছিল বলিউডপাড়া। এবার তাই ‘দাবাং থ্রি’ নিয়ে মুখ খুললেন সোনাক্ষী সিনহা নিজেই। শুধু তা–ই নয় ‘দাবাং থ্রি’ প্রসঙ্গে একরাশ মুগ্ধতাও ছড়ালেন তিনি।

সোনাক্ষী বলেন, তিনি সব সময়ই এই ছবির জন্য কৃতজ্ঞ থাকবেন। কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল যে সোনাক্ষী ‘দাবাং থ্রি’-তে অভিনয় করবেন না। যখন তাঁর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়, তখন তিনি বলেছিলেন, ছবির পাণ্ডলিপি এখনো তৈরি হয়নি।

তবে ছবিটি নিয়ে তিনি আরো বলেন, ‘আমার বর্তমানের এই অবস্থান “দাবাং”-এর কারণেই। “দাবাং” দিয়ে আমাকে সবাই চেনে। এটা আমার প্রথম ছবি। সুতরাং আমি সব সময় এই ছবির জন্য কৃতজ্ঞ। এমনকি ছবির নির্মতা-প্রযোজকেরা যদি আমাকে এই ছবিতে অতিথি চরিত্র হিসেবে নিতে চান, তবুও আমি অভিনয় করব।’

‘দাবাং’ সিরিজের তৃতীয় ছবি এটি। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলছি, এখন ছবিটির পাণ্ডুলিপি নিয়ে কাজ চলছে। তবে রাজ্জো (সোনাক্ষী অভিনীত চরিত্র) রাজ্জোর মতোই থাকবে। আপনি হঠাৎ করেই চরিত্র পরিবর্তন করতে পারবেন না।’

সোনাক্ষী ছবিটিতে তাঁর থাকা নিয়ে গুঞ্জন করতে নিষেধ করেছেন। তিনি আরও বলেন, ‘যেহেতু পাণ্ডলিপি পুরোপুরি প্রস্তত হয়নি, তাই এটা নিয়ে কথাবার্তা বলা যাচ্ছে না। এটা নিয়ে ফিসফিসানি বন্ধ করুন। পাণ্ডুলিপি প্রস্তুত হলে আরবাজ খান (ছবির নির্মাতা) বিস্তারিত ঘোষণা করবেন।’

ছবির শুটিং শুরু হওয়ার কথা আছে ২০১৭ সালে।