দিতি পরিচালিত শেষ নাটক

Diti was in direction

জীবনের দ্বারপ্রান্তে এসে প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছিলেন পরিচালনাতেও। অভিনয়ের মত পরিচালক হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন গুণী এই শিল্পী।

অকাল প্রয়াত এই শিল্পী সর্বশেষ যৌথভােবে পরিচালনা করেছিলেন ‘অনুক্ষণে অনুভবে’ নামে একটি নাটক। নাটকটিতে অভিনয়ও করেছিলেন তিনি।

নাটকটি আগামীকাল মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল আই এ।

নাটকটিতে দিতিকে দেখা যাবে দেশের বাইরে থেকে আসা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার ভূমিকায়। নাটকটিতে আরো অভিনয় করেছেন স্বাগতা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। নাটকটি রচনা করেছেন শারমিন চৌধুরী ইফসিতা।

প্রসঙ্গত উল্লেখ্য, মস্তিষ্ক ক্যানসারে আক্রান্ত হোয়ার পর ২০১৫ সালের ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে নেয়া হয় দিতিকে। সেখানে চিকিৎসার পর কিছুটা সুস্থ হন তিনি। কিন্তু পরবর্তীতে আবারো শরীরের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন আইসিইউতে থাকাকালীন এ বছরের ২০ মার্চ শেষ নিঃশ্বাস ত্যগ করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিতি।