দীপিকার চাওয়া

Deepika's sought

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সাড়া জাগানো অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বি টাউন ছাড়িয়ে এখন হলিউডের বক্স-অফিস কাঁপানো ফ্র্যাঞ্চাইজির ছবিতে অভিনয় করেছেন তিনি। সাফল্য দীপিকাকে এনে দিয়েছে ক্যারিয়ারের জন্য অন্য রকম দর্শন। আর ছবির মধ্য দিয়ে এখন মানুষের মধ্যে বেঁচে থাকতে চান এই অভিনেত্রী।

‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউড ক্যারিয়ার শুরু করা তরুণীটি সময়ের সঙ্গে সঙ্গে উঠে এসেছেন ভিন্ন উচ্চতায়।

ফিল্মফেয়ারে প্রকাশিত এক খবরে জানা যায়, দীপিকা এখন এমন ধরনের চরিত্রে অভিনয় করতে চান, যেগুলো কিনা মানুষ অনেক দিন ধরে মনে রাখবে। এ ছাড়া চিত্রনাট্যের বিষয়েও গুরুত্ব দেন তিনি।

দীপিকা বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমার চাওয়ার বিষয়টা থাকে ভালো স্ক্রিপ্ট আর এমন চরিত্র, যা অনেক দিন ধরে বেঁচে থাকবে।’

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সময়টা মোটেও একরেখায় এগোয়নি তার। উত্থান-পতনের সঙ্গে পরিচয় হয়েছে নিয়মিত।

দীপিকা আরো বলেন‘এই যাত্রা সব সময়ই দারুণ ছিল। আমি মনে করি যে আমি আমার স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পেরেছি। অবশ্যই এই যাত্রা কোনোভাবেই সহজ ছিল না। ব্যক্তিগত পর্যায়ে বা পেশাগত ক্ষেত্রে অনেক উত্থান-পতনের সম্মুখীন হয়েছি আমি। তবে সব সময়ের মতো আমি এটাই বলব, প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে কিছু না কিছু শেখাবে।’