দীর্ঘ বিরতির পর মনির খানের নতুন অ্যালবাম ‘লীলাবতী’

দীর্ঘ বিরতির পর মনির খানের নতুন অ্যালবাম 'লীলাবতী'

দীর্ঘ প্রতীক্ষার পর এবার ঈদে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের নতুন একক অ্যালবাম ‘লীলাবতী’। মনির খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে বুধবার সন্ধ্যায় অ্যালবামটি প্রকাশ হয়। ঈদের পর আসবে সিডিতে।

মোট ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামের সবগুলো গানের কথা ও সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর এই ‘ঈদুল ফিতরে’ মিল্টন খন্দকার ও আমি, আমার ভক্তদের জন্য দশটি গান দিয়ে সাজিয়েছি নতুন অ্যালবাম। আশা করছি এই সপ্তাহের মধ্যেই শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পারব অ্যালবামটি।’

লীলাবতী অ্যালবামের গানগুলো হলো—

  • বিধাতা বলে যদি
  • চলো সে বাঁধনে
  • আমায় দুঃখ দিতে চেয়ে
  • তোমার খোঁপায় জড়ানো ফুল
  • জানি তুমিও সুখে নেই
  • একবার আল্লাহর যদি (মা)
  • তীর বেঁধা এক আহত পাখি
  • যে আমাকে বুক ভরে কাঁদালো
  • তুই তো জানিস নারে বন্ধু (লীলাবতি) এবং
  • অঞ্জনা

মনির খানের ফ্যান পেজের ঠিকানা-https://www.facebook.com/singermonirkhanbd/ টুইটার ঠিকানা- https://twitter.com/monirkhansinger, ওয়েবসাইটের ঠিকানা হলো-http://www.monirkhan.com.bd/ ও তার ইউটিউব চ্যানেলের ঠিকানা: kantho Entertainment. – See more at: http://bangla.thereport24.com/article/160878/#sthash.NxSf6pna.dpuf