ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহমের সঙ্গে প্রথমবারের মত অভিনয় করবেন তিশা। অনন্য মামুনের ‘তোর নামে লিখেছি হৃদয়’ ছবিতে সোহমের সঙ্গে জুটি বাঁধে কাজ করবেন তিনি।
যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তিশা-সোহমের পাশাপাশি থাকছেন সুচরিতা, মিশা সওদাগর, ডন, কলকাতার খরাজ মুখার্জি, সুপ্রিয় প্রমুখ অভিনেতারা। পরিচালক জানান, চলতি মাসের শেষ দিকে শুরু হবে দৃশ্যধারণ। ছবির জন্য গান তৈরি করছেন হাবিব ওয়াহিদ, নাভেদ পারভেজ, আকাশ প্রমুখ।