দৈনন্দিন ফ্যাশনে হাতঘড়ি

Fashionable Watch

আমাদের দেশে ঘড়ি পরার চল ছিল সব সময়ই আর এখনও তা বিদ্যমান আছে। তবে কখনো সেটি বেশি, আবার কখনো বা কম। এই সময়টাতে ফ্যাশনের অনুষঙ্গ হয়ে গেছে হাতঘড়ি। মেয়েরা পরছেন ফ্যাশনেবল ঘড়ি। চুড়ি কিংবা ব্রেসলেটের পরিবর্তে অনেকেরই এক হাতে দেখা যাচ্ছে ঘড়ি। হাতঘড়ির নকশা ও আঙ্গিকেও এসেছে বেশ পরিবর্তন।হাল আমলের ফ্যাশনের সঙ্গে তাল রেখে ঘড়ির ডায়াল থেকে শুরু করে বেল্টের পর্যন্ত পাল্টে গেছে রং। পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রং ও ডিজাইনের হাতঘড়ি পরতে দেখা যাচ্ছে অনেককেই।

পোশাকের সঙ্গে মিলিয়ে ঘড়ি:
কখনো বন্ধুমহল, কখনো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সঙ্গে রয়েছে আবার খণ্ডকালীন অফিস। এই হচ্ছে আমাদের জীবন ।বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি বা আড্ডা আর অফিসের পরিবেশ তো আর এক নয়। তাই একেক সময় বেছে নিতে হয় একেক পোশাক । আর সেই অনুযায়ী বেছে নিতে হয় হাতের ঘড়িটিও।

rolex Watch
অফিসের আনুষ্ঠানিক পরিবেশের সাথে মানিয়ে বেছে নিতে পারেন ছোট কিংবা মাঝারি ডায়ালের হাতঘড়ি। শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে খুব সহজেই মানিয়ে যাবে এ ধরনের ঘড়ি। চাইলে কামিজের সঙ্গে বেছে নিতে পারেন একটু বড় ডায়ালের হাতঘড়িও । পাশ্চাত্য ঘরানার পোশাক কিংবা ফতুয়ার সঙ্গেও বড় ডায়াল ও চওড়া বেল্টের হাতঘড়ি কিন্ত বেশ মানিয়ে যাবে।

ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন বলেন, ‘পোশাকের সঙ্গে ঘড়ির ব্যাপারটা আসলে পুরোটাই নির্ভর করে নিজের ব্যক্তিত্বের ওপর। আমাকে কোন ধরনের পোশাকে ভালো লাগছে, সেটা আগে বুঝতে হবে। তার ওপর ভিত্তি করেই আমাকে হাতঘড়ি বাছাই করে নিতে হবে।’ শুধু চওড়া বেল্টের হাতঘড়ির প্রচলন বেশি বলেই যে এ ধরনের ঘড়ি পরতে হবে তা কিন্ত নয়। ‘সবার আগে দেখতে হবে যে ঘড়িটা আমি পরছি, সেটা ভালো দেখাচ্ছে কি না কিংবা আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কি না।’

ঘড়ির নানা রূপ:
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে গেছে ফ্যাশনের ধরন। আর হাতঘড়িই বা বাদ থাকবে কেন? লক্ষ্য করে দেখুন সেই নব্বই দশকের সরু বেল্টের মধ্যেই আর সীমিত নেই হাতের ঘড়িটি।

হাতঘড়ির প্রসঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মীম বলেন, ‘হাতঘড়ি আমার খুবই পছন্দের। সেই হিসেবে আমার সংগ্রহও বিশাল। তবে এখন বড় ডায়াল আর চওড়া বেল্টের ঘড়িই বেশি পরা হয়।’ তবে শুধু চওড়া বেল্টই নয়, চেইনের ঘড়ি পরতেও পছন্দ করেন এই তারকা। আর পশ্চিমা পোশাকে বড় ডায়ালের এবং চওড়া বেল্টটাই বেছে নেন তিনি। কেননা ফ্যাশনের ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাড়ির সঙ্গে রোল্যাক্স ব্র্যান্ডের সোনালী আর রূপালী দুই রঙের মিশেল ঘড়ি বেছে নেন তিনি ।তবে  এ ক্ষেত্রে বেল্ট হওয়া চাই একটু চিকন।
এ ছাড়াও  তিনি গুচি, র‍্যাডো, হুগো ব্র্যান্ডের ঘড়িও পরতে বেশ ভালোবাসেন।

ফ্যাশন এবং প্রচলন—এই দুই মিলিয়ে বাজারে এখন বেশি চোখে পড়ে মেয়েদের চওড়া বেল্টের এবং চিকন চেইনের হাতঘড়ি। যেকোনো বয়স ও পেশার নারীদের কথা মাথায় রেখেই বাজারে আনা হয়েছে বিভিন্ন ধরনের হাতঘড়ি।

Ladies Fashionable watch
আর ঘড়ির বেল্টের মধ্যেও রয়েছে নানা রঙের ছোঁয়া। বেল্টের মধ্যে রয়েছে চামড়া, রাবার, রেক্সিন ও জিনস। এ ছাড়া এখন বেল্টে বিভিন্ন ধরনের পাথর, ক্রিস্টাল বসানো হাতঘড়ি বাজারে পাওয়া যাচ্ছে। তবে চেইনের চেয়ে চওড়া বেল্টের হাতঘড়ির চাহিদাই বেশি বলে জানালেন ঘড়ি বিক্রেতা প্রতিষ্ঠান টাইম জোনের জ্যেষ্ঠ কর্মকর্তা মনজুরুল ইসলাম। তিনি বলেন, তরুণীরা বেশি পছন্দ করছেন চওড়া বেল্ট আর বড় ডায়ালের হাতঘড়িগুলো। এ ছাড়া কম বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন স্পোর্টস ঘড়ি।

ঘড়ির ডায়ালেও রয়েছে  বিভিন্ন আকৃতি। শুধু গোলাকৃতি নয়, বাজার জুড়ে  রয়েছে ওভাল, চতুর্ভুজ আকৃতির বিভিন্ন ডায়াল।এছাড়াও এসব ডায়ালে  থাকছে নানা রঙের পাথর ও ধাতুর আকর্ষণীয় কারুকাজ । পোশাক এবং হাতের সঙ্গে মানানসই ডায়াল পাল্টে দিতে পারে যে কারও লুক!

ঢাকা নিউমার্কেটের দ্য ডায়মন্ড ওয়াচের বিক্রেতা তোফায়েল আহমেদ বলেন, ‘বড় ডায়ালের ঘড়িগুলোর চাহিদাই এখন সবচেয়ে বেশি। তরুণীরাই মূলত বেছে নিচ্ছেন এই ধাঁচের ঘড়ি। আর মধ্যবয়স্ক নারীরা পছন্দ করছেন মাঝারি এবং ছোট আকৃতির ডায়াল।’ কোনে কোন ডায়ালে রয়েছে তিনটি কাঁটা। তবে দুই কাঁটা সমেত বড় ডায়ালের হাতঘড়িরই চাহিদা এখন সবচেয়ে বেশি।

যেখানে পাওয়া যাবে:
প্রতিবছরই প্রচলিত স্টাইল এবং চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ব্র্যান্ড বাজারজাত করে থাকে নানা ধাঁচের হাতঘড়ি। ক্রেডেন্স, টিসট, ক্যাসিও, মন্ট্রেক্স, টাইটান, ফাস্ট ট্র্যাক, ওমেগা, গুচি, সিকো, র‍্যাডোসহ বিভিন্ন ব্র্যান্ডে পাবেন বিভিন্ন ডিজাইন আর আকৃতির হাতঘড়ি।

Wrist-Watches
বিভিন্ন রঙের হাতঘড়ির জন্য যেতে পারেন বসুন্ধরা সিটি, গুলশান ডিসিসি মার্কেটে, রাপা প্লাজা, সীমান্ত স্কয়ার, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন শপিং মলে।এ ছাড়াও মেয়েদের বিভিন্ন ডিজাইনের শৌখিন হাতঘড়ি পাবেন নিউমার্কেট কিংবা বায়তুল মোকাররম মার্কেটে। আর এখন তো অনলাইনের বিভিন্ন দোকান থেকে খুব সহজেই বেছে নিতে পারেন আপনার পছন্দের হাতঘড়িটি।


এছাড়া যারা দেশের বাহিরে থেকে পছন্দ করে নিয়ে আসতে চান তাদের সেবা দেয়ার জন্য শপজোন প্রতিশ্রুতিবদ্ধ।সামান্য খরছ করে দেশের বাহিরে থেকে নিয়ে আসতে পারেন আপনার পছন্দের ঘড়িটি।
যোগাযোগের ঠিকানাঃ-
শপজোন বিডি লিমিটেড
এখানে আপনার পণ্যের ঠিকানা দিন  
মোবাইল- ০১৭৭১-২০৭ ৬০৭


দরদাম:
সাধারণত ঘড়ির  দাম নির্ভর করে এর মান ও ব্র্যান্ডের ওপর ।  বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ির রয়েছে বিভিন্ন দাম। যেমন টাইটানের রাগার দাম পড়বে সাড়ে ৩ হাজার থেকে ১২ হাজার টাকা। ফাস্ট ট্র্যাক, ক্রেডেন্সের হাতঘড়ি পাবেন ৩ হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকা। টিসটের দাম পড়বে ২ হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা। একটু দামি ঘড়ির খোঁজ করলে চলে যেতে পারেন সীমান্ত স্কয়ার টাইম জোনে। এর আরেকটি শাখা রয়েছে বসুন্ধরা সিটিতে। এখানে ২ হাজার ৫০০ থেকে শুরু করে ৮ লাখ টাকার ঘড়ি রয়েছে।

ব্র্যান্ড ছাড়াও স্বল্প মূল্যে নানা ধরনের হাতঘড়ি পাবেন নিউমার্কেট, বায়তুল মোকাররমসহ বিভিন্ন শপিং মলে। রঙিন রাবার, চেইন ও কাপড়ের বেল্টের চীনা ওয়ান টাইম ঘড়িগুলোর দাম পড়বে ২৫০ থেকে ২ হাজারের মধ্যে। এ ছাড়া এখানে পাবেল এলইডিযুক্ত ডিজিটাল হাতঘড়িও। আর এর মূল্য পড়বে ৩০০ টাকা থেকে ১ হাজার টাকার মধ্যে।
আসুন তবে  সময়টাকে করে  তুলি ফ্যাশনেবল!