ধর্ষিত লেডি গাগা

Lady Gaga

মাত্র ১৯ বছর বয়সে এক সঙ্গীত প্রযোজক দ্বারা ধর্ষিত হয়েছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পপ তারকা লেডি গাগা। ‘হাওয়ার্ড স্টান শো’ নামক অনুষ্ঠানে নিজেই এ তথ্য দিয়েছেন গাগা।

প্রথমত তিনি বলেন, আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আনন্দদায়ক সময় নিয়েই আলোচনা হোক। চলুন আমরা আনন্দদায়ক বিষয় নিয়েই আলোচনা করি।

পরে অবশ্য উপস্থাপকের জোরাজুরিতে লেডি গাগা জানান, আমার বয়স ছিল তখন ১৯। ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতে বেশ কয়েক বছর ধরে আমাকে প্রচুর মানসিক এবং শারিরীক চিকিৎসা গ্রহণ করতে হয়েছে। আজ এ কারণেই এ অনুষ্ঠানে বসে হাসি মুখে কথা বলতে পারছি। অথচ ওই ঘটনার পর আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।

ধর্ষণকারী ছিলেন গাগার চেয়ে ২০ বছরের বড়। গাগা আরও জানান, ওই ঘটনার পর বয়সে বড় মানুষদের প্রতি বিরুক্তি জন্মে তার। তিনি মনে করতেন বড় মানুষেরা খুব খারাপ হয়।

সবশেষে গাগা আরও বলেন, প্রথমে কাউকে বলতেও পারিনি। আমি ভেবেছিলাম, ওই ঘটনা আমাকে পঙ্গু করে দেবে।