নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক

নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক

সোশ্যাল মিডিয়া ফেসবুক নতুন নতুন প্রযুক্তি দিয়ে প্রযুক্তি প্রেমিদের মন ভরানোর চেষ্টা সবসময় করে যাচ্ছে। সবসময় তারই ধারাবাহিকতায় ইউজারদেরকে চমক দিতে এবার নিয়ে আসল অদৃশ্য প্রযুক্তি। জানা গেছে, iOs 68.0 ভার্সন ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ অদৃশ্য হয়ে যাওয়ার পদ্ধতি নিয়ে আসতে চলেছে ফেসবুক। এখানে অদৃশ্য বলতে বুঝানো হয়েছে আপনি চাইলে আপনার মেসেজটি ১৫ মিনিট পর ডিলিট করে দিতে পারেন যা বর্তমানে প্রায় সব সোশ্যাল মিডিয়া রাখলেও ফেসবুক অনেকদিন পর তা করতে যাচ্ছে।

এখন থেকে আপনি ভুলে কাওকে মেসেজ দিলেও তা ডিলিট করে দিতে পারবেন নির্দিষ্ট সময়ের ভিতর। এছারাও গ্রুপ ভিডিও, কলিং ফিচার যুক্ত করতে যাচ্ছে। আশা করা যায় আগামী জুনের ভিতর এই নতুন ভার্সন এর অ্যাপটি আপডেট দেয়া যাবে অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেয়া যাবে।
সূত্র; দি ইন্ডিয়া টাইম্‌স