নতুন বছরে নতুন রুপে আসছেন তিশমা

new music album of tisma

জনপ্রিয় পপতারকা তিশমা প্রকাশ করছেন  তার ১৩তম একক অ্যালবাম। অ্যালবামটির নাম ‘রয়্যালটি’। আর এতে রয়েছে নানা চমক। হার্ড রক, সফট রক, মেলোডি, হিপ-হপ ও অ্যাকুস্টিক ধাঁচের গান সহ মোট ১০টি বাংলা ও ইংরেজি গান থাকছে এই অ্যালবামে।

‘রয়্যালটি’ অ্যালবামটি তিশমা অনলাইন ডটকম ওয়েবসাইটে প্রকাশ হলেও পাওয়া যাবে অ্যামাজন, আইটিউনস ও অন্যান্য জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে।

এ ব্যাপারে তিশমা বলেন- “শনিবার (৩১ ডিসেম্বর) বের হচ্ছে তিনটি গান। এগুলো হলো ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’, ‘ফ্লেম’ ও ‘রয়্যালটি’। জানুয়ারির শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে প্রকাশ হবে দুটি করে গান। আগামী মাসের প্রথম সপ্তাহে উন্মুক্ত হবে ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’ গানের ভিডিও।”

রয়্যালটি’র গান লিখেছেন কবির বকুল, অনুরূপ আইচ, তানভীর তারেক, জনি হক, রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকীন, সাজ্জাদ, জাহিদ ও তিশমা।

গানগলোর সুর ও সংগীত পরিচালনা এবং যন্ত্রাণুষঙ্গ বাজিয়েছেন তিশমা নিজেই। এ নিয়ে নিজের পাঁচটি একক অ্যালবামের পুরো কাজ করলেন তিনি।