নতুন বছরে নায়লা নাঈমের চমক

Nayla nayem is in new music video

নতুন বছরে একেবারেই নতুন চমক নিয়ে দর্শকদের সামনে আসছেন দেশের জনপ্রিয় মডেল নায়লা নাঈম। আর খুশির এই খবরটি জানিয়েছেন নায়লা নিজেই।

নায়লা জানান, ২০১৭ সালের প্রথম দিনেই নতুন একটি মিউজিক প্রকাশ হতে যাচ্ছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করবেন আশিকুর রহমান।

এছাড়াও জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর পর দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে আসছেন তরুণ শিল্পী এইচ এম রানা।  অ্যালবামটির নাম ‘রানার’। এই অ্যালবামেরই একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে নায়লাকে। গানটির শিরোনাম  হল ‘পাপা চিক চিক’। আগামী ২৬-২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটির শুটিং হবে রাজধানীতে।

এদিকে শিল্পী রানা বলেন, ‘আমার গানের মডেল হতে যাচ্ছেন নায়লা নাঈম। গানটি নির্মিত হবে বিগ বাজেটে। সবকিছু চূড়ান্ত হয়েছে। আশা করছি বছরের শুরুতেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হবে।’

উল্লেখ্য, ‘রানার’  অ্যালবামটি প্রকাশ পাচ্ছে লেজার ভিশনের ব্যানারে।