নতুন বিজ্ঞাপনচিত্রে হিরো আলম


দুই হাতে দুই ডাব নিয়ে নতুন এক বিজ্ঞাপনে অংশ নিলেন হিরো আলম। এ বিজ্ঞাপনে তিনি প্রচারণা চালিয়েছেন ক্যাফে ২৯ নামে একটি রেস্টুরেন্টের ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন যাবৎ হিরো আলমের বেশ পরিচিতি। নিজের স্বতন্ত্র ভঙ্গিসহ নানা বিষয়ে স্বাতন্ত্র্যের কারণে বহু মানুষই বর্তমানে হিরো আলমের ফ্যান।

সম্প্রতি অনলাইনে সবচেয়ে চর্চিত বিষয়গুলোর মধ্যে হিরো আলম একটি । ইতোমধ্যে  আলমের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ।

এর আগে বেশ কিছু গানের ভিডিওচিত্রে দেখা যায় হিরো আলমকে। এরপর অনলাইনে নামডাক ছড়িয়ে পড়ে তার। কিছুদিন আগে হিরো আলমের উপস্থিতি দেখা যায় আরএফএল এর বিজ্ঞাপনে।

সম্প্রতি  তার নতুন বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়েছে অনলাইনে।বিজ্ঞাপনটি ভক্তদের মধ্যে সাড়া জাগাবে বলে আশা নির্মাতাদের।