বলিউড সুপার স্টার সালমান খান কে এবার দেখা যাবে নভোচারী বেশে। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ তাঁকে দেখা যাবে র বেশে। ‘বিগ বস’ নামক এই রিয়্যালিটি শো কয়েক বছর ধরে উপস্থাপনা করে আসছেন তিনি।
রিয়্যালিটি শো ‘বিগ বস টেন’-এর প্রোমো ভিডিওতে সালমানকে দেখা যায় নভোচারীর পোশাকে। পোশাকটি ডিজাইন করেছেন সালমানের পছন্দের ডিজাইনার অ্যাশলে রেবেলো।
‘বিগ বস টেন’-এ তারকাদের সঙ্গে প্রতিযোগী হিসেবে থাকবেন সাধারণ মানুষও। আর তাই সাধারণ মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে অডিশনেরএবং সেখান থেকে বাছাই করে অল্প কয়েক জনকে নেওয়া হবে প্রতিযোগী হিসেবে। অনুষ্ঠানটির শুটিং হবে ভারতের পুনের লোনাবালাতে। আর সেখানে নতুন সেটের পাশাপাশি তারকাদের জন্য কুটির বানানো হয়েছে।
সম্প্রতি সালমান খান তাঁর ছবি ‘টিউবলাইট’-এর লাদাখের অংশের শুটিং শেষ করেছেন। এখন তিনি শুটিং করবেন মানালিতে। ইন্দো-চীনা প্রেমকাহিনির এই ছবিতে নায়িকা থাকছেন চায়নিজ তারকা ঝু ঝু।