নিউইয়র্কের ৭ টিকিট এখন তৌকির-বিপাশার হাতে

নিউইয়র্কের ৭ টিকিট এখন তৌকির-বিপাশার হাতে

নাটক সিনেমায় একাধিক বার দেখা গেলেও টিভি উপস্থাপনায় প্রথমবার দেখা যাবে তৌকির বিপাশা দম্পতিকে। বাস্তব জীবনে ভীষণ সফল ও সুখী এই দম্পতি তাদের অভিনয় প্রতিভা দিয়ে জয় করেছেন দর্শক মন। এবার তারা উপস্থাপনায়।

এশিয়ান টিভি আয়োজিত ঈদ শো ‘লাক্স এশিয়ান সেলিব্রেটি লাউঞ্জ ‘এ উপস্থাপনা করবেন জনপ্রিয় এই জুটি। অনুষ্ঠানটি প্রচারিত হবে এশিয়ান টিভির সাতদিনের অনুষ্ঠান মালার প্রতিদিন রাত ৮ টায়।

প্রতিদিন থাকবেন ৪ জন তারকা। এভাবে ৭ দিনের অনুষ্ঠানে থাকবেন ২৮জন তারকা। প্রতি পর্বে একজন বিজয়ী পাবেন ঢাকা-নিউইয়র্ক -ঢাকা টিকিট। এভাবে সাতজন প্রতিযোগী পাবেন সাতটি টিকিট।

তৌকির-বিপাশা এই জুটির সাথে কারা যাচ্ছেন ঢাকা-নিউইয়র্ক ট্যুরে সেটা জানতে চোখ রাখুন এশিয়ান টিভির পর্দায় ঈদের সাত দিন রাত ৮ টায়।

অনুষ্ঠানটির উপস্থাপনার জন্য তৌকির আহমেদ ও বিপাশা হায়াত এর সাথে চুক্তি সাক্ষর করেছেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশীদ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনাইন খুরশেদ ও অতিরিক্ত অনুষ্ঠান প্রধান সৈকত সালাহউদ্দিন।