নিখোঁজ হলেন ফাওয়াদ খান

Fawad Khan was missing

বেশ কয়েক দিনআগেই উরি-সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার কথা ওঠে। আর তার পরই ঘটল এই ঘটনা।

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে হ্যাপেনিং হিরো ফাওয়াদ খান। গত দু’বছরে তিনি বেশ কয়েকটি সিনেমাও করেছেন বলিউডে।

সাম্প্রতি তাঁর কর্মাশিয়াল সাকসেস ‘কপূর অ্যান্ড সন্স’। এরপর লাইন দিয়ে মুক্তি পেতে যাচ্ছে ফাওয়াদ খান অভিনীত একের পর এক সিনেমা। যার মধ্যে আছে ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’ থেকে শুরু করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো ছবি। কিন্তু এই ফাওয়াদ খানই এখন নিখোঁজ। গত ২৫ তারিখ থেকে তাঁর কোনও খোঁজই পাওয়া যাচ্ছে না।

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারে আর কিছুদিন পরেই প্রযোজক করণ জোহরের সঙ্গে একাধিক স্থানে যাওয়ার কথা রয়েছে ফাওয়াদের। কিন্তু, এমন সময়ই তিনি বেপাত্তা। এমনকী, সামনে রয়েছে ‘এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’-র প্রোমোশনের কাজও।

তবে, ফাওয়াদের ঘনিষ্ঠ মহলের দাবি, মহারাষ্ট্র নব নির্মাণ সেনার হুমকির পরে আর ঝুঁকি নিতে রাজি ছিলেন না ফাওয়াদ। আর তাই তড়িঘড়ি করে ২৫ তারিখেই ভারত ছাড়েন তিনি।

তবে, এই মুহূর্তে তিনি কোথায় আছেন তা এখনও জানা যায় নি। তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি হল, খুব শিগগিরি আর ভারতে পা রাখছেন না ফাওয়াদ। কিন্তু, ফাওয়াদকে ঘিরে আগামী দিনে বেশ কিছু ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। সেইসব ছবির ভবিষ্যৎ আপাতত জটিল হল বলেই মনে করছেন সংশ্লিষ্ট্ররা।