নিজের অভিনীত ছবিতে কন্ঠ দিলেন শ্রদ্ধা কাপুর

Shraddha Kapoor

ঠোঁট যখন মেলাতেই হবে, তখন নিজের কণ্ঠে মেলানোই ভাল। তাই তো প্রযোজক ফারহান আকতারের কথায় রাজি হয়ে গিয়েছিলেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এবারে তাঁর নতুন ছবি ‘রক অন টু’-এর জন্য ইতিমধ্যে দুটো গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেত্রী। হঠাৎ করেই  সিদ্ধান্ত হয়, দুটো গানে চলবে না, আরও একটি গান গাইতে হবে তাঁকে।

ছবি সংশ্লিষ্ট একটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, দুটো গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল শ্রদ্ধা কাপুরের। পরে আকস্মিকভাবে সিদ্ধান্ত হয়  আরও একটি গান যোগ করা হবে। আর সেটিও গাইতে হবে তাঁকেই। খুব বেশি সময় নেই হাতে কারন শেষ সময়ে সিদ্ধান্ত বলে কথা। যে কোনো সময়ে স্টডিওতে ঢুকতে হবে শ্রদ্ধাকে।আর চলছে তারই প্রস্ততি।

শ্রদ্ধার শেষ ছবি ‘বাঘি’-নিয়ে উচ্ছসিত প্রশংসা করতেও দেখা গেছে ফারহান আকতারকে। সূত্র জানায়, ফারহানের অনুরোধে সাড়া দিয়ে নিজের ছবির জন্য নিজেই গান করেছেন শ্রদ্ধা।আর এ জন্য সেলিব্রিটি ভোকাল কোচ সামান্তা এডওয়ার্ডের কাছে প্রশিক্ষণও নিতে শুরু করেন তিনি।

এমনকি এই কোচের কাছেই কণ্ঠের প্রশিক্ষণ নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা ফারহানদের কেউ।